Skip to content

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা,নন্দীগ্রামে আক্রান্ত পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ১৭ই এপ্রিল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ। ঘটনায় দুই পুলিশ কর্মী ও তাঁদের গাড়ির চালক গুরুতর আহত হন। তিনজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে গাড়ির চালককে বাঁচানো সম্ভব হয়নি। গরু পাচার রুখতে গিয়ে পুলিশ হামলার মুখে পড়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে দুষ্কৃতীরা একটি লরি নিয়ে পালাচ্ছিল। মনে করা হচ্ছে, সেই লরিতে গরু পাচার করা হচ্ছিল। পুলিশের টহলদারি ভ্যান লরিটিকে ধাওয়া করছিল। সেই সময় লরিটি পুলিশের ভ্যানে ধাক্কা মারে। তখনই গাড়ি থেকে পুলিশ কর্মীরা ও চালক নেমে পড়েন। অভিযোগ, সেই সময় পুলিশের গাড়ি চালককে পিষে দিয়ে পালিয়ে যায় লরিটি। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে।

Latest