Skip to content

রেফারিকে মারধর, জামিন পেলেন অভিযুক্ত রাজা খাঁ!

নিজস্ব সংবাদদাতা : গত শুক্রবার, স্বাধীনতা দিবসে মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে ফুটবল খেলাকে ঘিরে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। খেলায় রেফারিকে লাথি মারার অভিযোগে শনিবার অভিযুক্ত রাজা খাঁকে গ্রেপ্তার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। গত শনিবার দুপুরে তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করে। ঘটনার গুরুত্ব বিচার করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানালেও আদালত শেষ পর্যন্ত দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। রাজার বিরুদ্ধে দুটো মামলা দায়ের হয়। সোমবার মামলাটি ওঠে জেলা আদালতে। এবার দুই মামলায় মেদিনীপুর সিজেএম কোর্ট এবং জেলা আদালত থেকে জামিন পেলেন অভিযুক্ত রাজা খাঁ। বিষয়টি নিয়ে সিজেএম কোর্টের সরকারি আইনজীবী নাজিম হাবিব জানান,‘‘খেলার মাঠে দর্শককে মারধরের ঘটনায় বিচারক রাজা খাঁর জামিন মঞ্জুর করেছেন।’’ অন্যদিকে জেলা আদালতের সরকারি আইনজীবী রাজকুমার দাস বলেন, ‘‘যে হেতু রাজা, খাঁ তফশিলি জাতির এবং যাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ, তিনিও তফশিল উপজাতির, জাতি-উপজাতির মামলায় বিচারক জামিন মঞ্জুর করেছেন।’’ বিশেষ সূত্রে জানাযায়, আদালতে পেশের আগে অভিযুক্ত রাজা নিজের ভুল স্বীকার করেন।

Latest