Skip to content

পারিবারিক কলহের ভয়াবহ পরিণতি: পিংলায় কাঁচি দিয়ে পিসি কে খুনের অভিযোগ,ধৃত বাবা-ছেলে!

1 min read
অভিযুক্ত গোবিন্দ মণ্ডল ও তাঁর বাবা কৃষ্ণপ্রসাদ মণ্ডল। 

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত পিণ্ডরুই গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে পারিবারিক অশান্তি চরম রূপ নিল। সামান্য বচসা থেকে রাগের মাথায় পিসির গলায় কাঁচি চালিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় রবিবার অভিযুক্ত ভাইপো ও তাঁর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃতার নাম ছবি রায় (৬২)। তিনি চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ছবি রায়ের সঙ্গে তাঁর ভাই কৃষ্ণপ্রসাদ মণ্ডলের পরিবারের বিবাদ বাঁধে। অভিযোগ, কথাকাটাকাটির মধ্যেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে কৃষ্ণপ্রসাদের ছেলে গোবিন্দ মণ্ডল। হাতের কাছেই থাকা একটি কাঁচি তুলে নিয়ে সে ছবি রায়ের গলায় আঘাত করে। হামলায় গুরুতর জখম হন ছবির স্বামী গুরুপদ রায়ও।

রক্তাক্ত অবস্থায় ছবি রায়কে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হল না—রবিবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত গোবিন্দ মণ্ডল ও তাঁর বাবা কৃষ্ণপ্রসাদ মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদের পর দু’জনকেই গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

একটি পরিবারের অভ্যন্তরীণ অশান্তি যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, পিংলার এই ঘটনা ফের সেই কঠিন বাস্তবতাকেই সামনে আনল।

Latest