Skip to content

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেকের হুমকির পর ঘুম ছুটেছে জেলার নেতাদের!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা :  শাস্তির খাঁড়া ঝুলছে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের সাত পুরপ্রধান থেকে শুরু করে প্রায় পঞ্চাশের বেশি পঞ্চায়েত প্রধানের উপর। শুধু তাই নয়, সেইসঙ্গে আতঙ্কে সংশ্লিষ্ট এলাকার ব্লক, অঞ্চল ও শহর সভাপতিরাও। শুধুমাত্র সংশ্লিষ্ট এলাকার ব্লক, অঞ্চল এবং শহর  সভাপতিরাই  চিন্তিত নন, অভিষেক  এটাও  স্পষ্ট  করেছেন  যে যারা  নির্বাচনে ব্যর্থ হবেন তারা পরিণতির মুখোমুখি হবেন। শুধুমাত্র সংশ্লিষ্ট এলাকার ব্লক, অঞ্চল এবং শহর সভাপতিরাই চিন্তিত নন, অভিষেক এটাও স্পষ্ট করেছেন যে যারা নির্বাচনে ব্যর্থ হবেন তারা পরিণতির মুখোমুখি হবেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে, তিনি প্রতিটি নির্বাচনে কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন, সতর্ক করে দিয়েছিলেন যে যারা প্রত্যাশা পূরণ করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে দলের পারফরম্যান্স হতাশাজনক হয়েছে, যার ফলে বিভিন্ন স্তরে নেতৃত্বের সম্ভাব্য পরিবর্তন হয়েছে। জেলা নেতারা স্বীকার করেছেন যে অভিষেক তার প্রতিশ্রুতি অনুসরণ করে। পশ্চিম মেদিনীপুর জেলায় সাতটি পুরসভার মধ্যে ছটিতেই ভরাডুবি ঘটেছে শাসকদলের। মেদিনীপুর লোকসভার অধীনে দুটি পুরসভা মেদিনীপুর ও খড়গপুর। দুটিতেই লজ্জাজনক হার হয়েছে তৃণমূলের। মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান ও খড়গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষ নিজের ওয়ার্ডে তৃণমূলকে লিড দিতে পারেননি।সমস্যা দেখা দিতে পারে মেদিনীপুরের শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব এরও। রাজ্যের প্রায় বেশিরভাগ শহর বা পৌর এলাকাতেই বিজেপি-র থেকে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। অবশ্য বিভিন্ন লোকসভার অধীন, একাধিক অঞ্চলেও খারাপ ফলাফল হয়েছে। স্বাভাবিকভাবেই, দল তথা সংগঠনের একেবার শীর্ষ নেতৃত্বের তরফে ‘বার্তা’ স্পষ্ট করে দেওয়ার পর মেদিনীপুর, খড়্গপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর থেকে শুরু করে রাজ্যের প্রায় বেশিরভাগ শহর তথা পৌরসভার পৌরপ্রধান ও শহর সভাপতি এবং বিভিন্ন অঞ্চলের (বা গ্রাম পঞ্চায়েতের) প্রধান ও অঞ্চল সভাপতি পরিবর্তন এখন যে কেবল সময়ের অপেক্ষা মাত্র; তা মানছেন জেলার নেতারাও। তাঁরা মনে করিয়ে দিচ্ছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন, তাই করেন।

Latest