Skip to content

অসুস্থ সব্যসাচী, ভর্তি হাসপাতালে!

নিজস্ব সংবাদদাতা : অসুস্থ ফেলুদা। হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। খবর বলছে, হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে পরিবারের তরফে। যদিও পরিবারের তরফে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। সব্যসাচীর অসুস্থতার খবরে স্ববাবতই বেশ চিন্তিত টলিপাড়া ও তাঁর ভক্তরা। কদিন আগেই ছিল বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠান। সেদিন শুধু উপস্থিতিই ছিলেন না, সবটা যাতে ঠিকমতো হয় তার তদারকিও করেন। দাদুর খুব প্রিয় নাতি ধীর। ভালোবাসেন নিজের বংশধরের সঙ্গে সময় কাটাতে, তা গৌরব আগেই জানিয়েছিলেন। হাসপাতাল সূত্রে খবর, হার্টে ব্লক রয়েছে ফেলুদার। পেসমেকার বসাতে হবে। এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল। 

Latest