নিজস্ব সংবাদদাতা : বছর দুয়েক আগে গোপীবল্লভপুরের রুমা দোলাই নামক এক মহিলার সঙ্গে প্রেম করে বিয়ে হয় পশ্চিম মেদিনীপুরের ডেবরার বুদ্ধদেব দোলাইয়ের। সংসার আলো করে আগমন ঘটে কন্যা সন্তানের। ভালোই চলছিল সংসার জীবন। কিন্তু সেই সুখ বেশিদিন সইলো না। ভাসুরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে শেষ হলো স্বামী সহ গোটা পরিবার। পরিবারের অভিযোগ, মাসখানেক আগে বুদ্ধদেবের পিসির ছেলে অর্থাৎ সম্পর্কে ভাসুর সঞ্জয় দোলাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রুমা। বিষয়টি জানাজানি হতে এক মাসের মধ্যে একাধিকবার স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি হয়। কয়েকবার পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। তারপরই কঠিন সিদ্ধান্ত নেন রুমা। পরিবারের সদস্যদের খুনের পরিকল্পনা করেন। সেই মতো ১০ দিন আগে বাড়িতে রান্না করা ভাতে বিষ মিশিয়ে খাওয়ানো হয় বুদ্ধদেব, তাঁর বাবা, মা, ঠাকুমা ও ভাইকে। সেই দিন রাতে রুমা মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতে পরিবারের প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা সকলকে দ্রুত উদ্ধার করে ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অবস্থার অবনতি হওয়ায় বুদ্ধদেবকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি বুদ্ধদেবের। বুধবার রাতে মৃত্যু হয়। এরপর মৃতের পরিবারের তরফে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় দুই অভিযুক্ত রুমা দোলাই ও সঞ্জয় দোলাই-র বিরুদ্ধে। ইতিমধ্যে পুলিশ দুই অভিযুক্ত কে গ্রেফতার করেন।
পশ্চিম মেদিনীপুরে ভাতে বিষ মিশিয়ে শেষ করল স্বামীকে,ধৃত অভিযুক্ত স্ত্রী- সহ এক!
