নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ৩২ বছর পর আবারও পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ—বিশ্ব ইজতেমা। আগামী ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই মহা ধর্মীয় অনুষ্ঠান চলবে। ৫ জানুয়ারি আখরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। হুগলি জেলার তাজপুর থানার অন্তর্গত দাদপুরের পুইনান এলাকায় এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে। কলকাতা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। বিশাল আকারের বিশ্ব ইজতেমা ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার বিস্তৃতি প্রায় ১৬০ একর জমি জুড়ে। ধারণা করা হচ্ছে, এই ইজতেমায় কয়েক লক্ষ লক্ষ মুসলিম ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন। বিশ্ব ইজতেমা হলো উত্তম জীবন যাপন, আল্লাহর ইবাদত ও আত্মশুদ্ধির এক মহান ইসলামী সমাবেশ। এটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে থাকে এবং বিশ্বের মুসলমানদের অন্যতম বৃহত্তম ও শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। এই ইজতেমায় দেশ-বিদেশ থেকে মানুষ নামাজ আদায় করতে, ইসলামী বয়ান শুনতে এবং শান্তি, কল্যাণ ও আল্লাহর রহমত কামনা করতে একত্রিত হন।
