নিজস্ব সংবাদদাতা : নাবালিকাকে যৌন হেনস্তার ঘটনায় কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বেঙ্গালুরুর একটি আদালত ৷ যৌন হেনস্তার মামলার শুনানিতে সিআইডি হাজিরা দেননি ইয়েদুরাপ্পা ৷ এরপর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির করতে সিআইডি আধিকারিকরা শহরের ফাস্ট ট্র্যাক আদালতে আবেদন করেন ৷ আদালত ইয়েদুরাপ্পাকে গ্রেফতারির জন্য জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করে বৃহস্পতিবার আদালতের এই গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারের সম্ভাবনা আরও বেড়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ প্রবীণ বিজেপি নেতা ইয়েদুরাপ্পা অবশ্য গ্রেফতারি এড়াতে ইতিমধ্যে কর্ণাটক হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন ৷ যদিও সেই মামলার শুনানি এখনও হয়নি ৷ তার আগেই তাঁর বিরুদ্ধে এই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর ৷