Skip to content

প্রশাসনিক প্রস্তুতি ও নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে সর্বদলীয় অধিবেশন করলো AIMIM!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক প্রস্তুতি ও নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে সর্বদলীয় বৈঠকের গুরুত্ব অপরিসীম। সেই প্রেক্ষিতেই সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণের দাবি জানিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে লিখিত আবেদনপত্র জমা দিল অল ইন্ডিয়া মাজলিস-ই ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)-এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি।শুক্রবার AIMIM-এর পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি হাফিজ শেখ আব্দুর রহমানের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে দলের একাধিক জেলা স্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদিন দলের পক্ষ থেকে জেলাশাসকের হাতে একটি আবেদনপত্র তুলে দেওয়া হয়। আবেদনপত্রে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনের উদ্যোগে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়, সেখানে AIMIM একটি স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে আগ্রহী।

দলের প্রতিনিধিদের সেই বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। দলের নেতৃত্বের বক্তব্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে এবং নির্বাচনী ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরার জন্য সর্বদলীয় বৈঠকে AIMIM-এর উপস্থিতি অত্যন্ত জরুরি। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা সদর্থক ভূমিকা নিতে প্রস্তুত বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।এই বিষয়ে জেলাশাসকের দপ্তর থেকে আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এখন প্রশাসনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে AIMIM-এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি।

Latest