Skip to content

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসের মধ্যে মদ্যপান করলে,৫ হাজার টাকা জরিমানা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : খড়্গপুর আইআইটি ক্যাম্পাসের মধ্যে মদ্যপান করতে গিয়ে ধরা পড়লে , প্রথমবার ৫ হাজার টাকা জরিমানার সঙ্গে সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। তবে, দ্বিতীয়বার ধরা পড়লে ১০ হাজার টাকা জরিমানা করার সাথে, কর্তৃপক্ষের তরফে অভিযুক্ত পড়ুয়ার বাবা-মা তথা অভিভাবককে জানানো হবে। আর, তারপরও একই অপরাধে (ক্যাম্পাসের মধ্যে মদ্যপান) অভিযুক্ত হলে ওই পড়ুয়াকে আইআইটি'র 'ডিসিপ্লিনারি কমিটি' সিদ্ধান্ত মেনে নিতে হবে। সেক্ষেত্রে আর্থিক জরিমানার পাশাপাশি অ্যাকাডেমিক পানিশমেন্ট তথা ডিগ্রি বা পড়াশোনার উপরও শাস্তির নেমে আসতে পারে !খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের কাছে এমনই একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। ক্যাম্পাসের মধ্যে পড়ুয়াদের মদ্যপান কোনোভাবেই যে বরদাস্ত করা হবেনা, তা স্পষ্ট করা হয়েছে এই নির্দেশিকায়।

Latest