Skip to content

ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মিছিল ও শিক্ষা সেমিনার!

1 min read

অরিন্দম চক্রবর্তী:  নিখিল বঙ্গ শিক্ষক সমিতির একাদশ ত্রি বার্ষিক রাজ্য সম্মেলন আগামী ২৬-২৮ শে ডিসেম্বর ২০২৫ তাং শনিবার বেলা তিনটায় খড়গপুর সরি একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয় এসডিও অফিস থেকে ইন্দা পর্যন্ত। বিকেল পাঁচটায় ইন্ধায় অনুষ্ঠিত হয় শিক্ষা সেমিনার। সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক অর্ণব ভট্টাচার্য। বিষয় ছিল-'আক্রান্ত শিক্ষা, স্কুল বাঁচাও ও শিক্ষা বাঁচাও'। উক্ত মঞ্চে সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত হয় একটি মনোঙগ সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রি বার্ষিক রাজ্য সম্মেলনে ২৩ টি জেলা থেকে ৭৫০ জন প্রতিনিধি আসবেন। বক্তব্য রাখবেন সুজন চক্রবর্তী ও সুকুমার পাইন। ২০শে ডিসেম্বর তিনটি মহকুমা ঘাটাল মেদিনীপুর ও খড়্গপুরে এই কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান এবিটিএ জেলা সভাপতি প্রভাস রঞ্জন ভট্টাচার্য।

Latest