Skip to content

অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের জাঠা-মিছিল মেদিনীপুর শহরে!

1 min read

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : স্বাস্থ্য পরিষেবার উন্নতি, শিশু ও নারীদের সুরক্ষা থেকে শুরু করে শ্রমকোড বাতিল- একাধিক দাবিতে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের একমাস ব্যাপী জাঠা-মিছিল মেদিনীপুর শহরে এসে পৌঁছালো মঙ্গলবার বিকেল নাগাদ। গত ৯ ডিসেম্বর কোচবিহার থেকে এই জাঠা-মিছিলের সূচনা হয়। আগামী ১০ জানুয়ারি কলকাতায় তা শেষ হবে। সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এবং ৬ দফা দাবিতে এই জাঠা মিছিলের আয়োজন বলে জানিয়েছেন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সদস্যরা। বামপন্থী এই সংগঠনের অন্যতম সম্পাদক শঙ্কর গুহ রায় বলেন, "স্বাস্থ্য পরিষেবার উন্নতি ছাড়াও, এই স্বাস্থ্য পরিষেবায় যে কোন ধরনের বীমা বাতিলের দাবি জানাচ্ছি আমরা। তা সে আয়ুষ্মান ভারত কিংবা স্বাস্থ্য সাথী। এগুলির মধ্য দিয়ে আসলে বেসরকারি সংস্থাগুলিকেই মদত দেওয়া হচ্ছে। সেইসঙ্গে আমরা শিশু ও নারীদের সুরক্ষার দাবি জানাচ্ছি। শ্রমিকদের স্বার্থে বর্তমান শ্রমকোড গুলি বাতিল করে, পুরানো আইন ফিরিয়ে আনার দাবিও জানাচ্ছি।

Latest