পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের দ্বারিবাঁধ এলাকায় ১০০ ফুট উচ্চতায় উত্তোলিত ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এই ঘটনার প্রতিবাদে দ্বারিবাঁধ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।বিজেপির অভিযোগ, ভারতের জাতীয় পতাকা আমাদের গর্ব ও আত্মসম্মানের প্রতীক।

অথচ মেদিনীপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে উত্তোলিত ১০০ ফুট উচ্চতার জাতীয় পতাকাটি ছেঁড়া ও জরাজীর্ণ অবস্থায় উড়তে দেখা যাচ্ছে। যা সরাসরি জাতীয় পতাকার অবমাননার শামিল। বিজেপির দাবি, এই পতাকার নিয়মিত রক্ষণাবেক্ষণের কোনও উদ্যোগ নেওয়া হয় না।দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, শুধুমাত্র স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় উৎসবের সময়ই জাতীয় পতাকার দিকে নজর দেওয়া হয়। বাকি সময় সারা বছর অবহেলিত অবস্থায় পড়ে থাকে পতাকাটি। যা একজন ভারতীয় নাগরিক হিসেবে অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক বলেই দাবি বিজেপির।এই পরিস্থিতির অবিলম্বে পরিবর্তন চেয়ে জাতীয় পতাকার নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি তোলা হয় বিক্ষোভ থেকে। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।

এ বিষয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান পৌরপিতা সৌমেন খান সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি বলেন,“জাতীয় পতাকা দেশের সর্বোচ্চ সম্মানের প্রতীক। বিষয়টি জানার পরই পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যেই নতুন করে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।”চেয়ারম্যান আরও জানান, দেশের রাষ্ট্রীয় পতাকাকে সম্মান করা প্রতিটি নাগরিকের কর্তব্য। পৌরসভার তরফে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়েও নজর রাখা হবে বলে আশ্বাস দেন তিনি।