Skip to content

মেদিনীপুর শহরে বনদপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: রবিবার ১লা জুন, মেদিনীপুর শহরের হব্বিপুর এলাকায় চৌধুরী পুকুর পাড়ে বনদপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। বনদপ্তর এর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বাজেয়াপ্ত করলো গাছ কাটার মেশিন। বন্ধ করে দেয়া হলো গোটা গাছ কাটার প্রক্রিয়াও। উল্লেখ্য, দিন দুয়েক ধরেই গাছগুলি কাটছিল জমির মালিক।খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা পৌঁছায়। এরপর জমির মালিকের কাছে গাছ কাটার অনুমতি পত্র দেখতে চাইলে তিনি অনুমতি পত্র দেখাতে না পারায় বাজেয়াপ্ত করা হয় গাছ কাটার মেশিন। গোটা প্রক্রিয়া বন্ধ করারও নির্দেশ দেয়া হয়েছে বনদপ্তরের তরফে। যদিও ওই ব্যক্তির দাবি, কাউন্সিলরের অনুমতি নিয়ে গাছ কাটা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার ইন্দ্রজিৎ পানিগ্রাহী। অনুমতি না থাকার বিষয়টি কার্যত স্বীকার করে নেন তিনি। একই সাথে তৃণমূল কাউন্সিলের দাবি,এলাকাবাসী নাকি গাছগুলি কাটার জন্য তার কাছে আবেদন জানিয়েছে। মেদিনীপুর পৌরসভার ৮ নম্বর কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিপ্রাহী বলেন, "অবৈধভাবে গাছ কাটা আমরা কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু ওই এলাকার মানুষজন এই গাছগুলি সম্পর্কে একাধিকবার আমাকে জানিয়েছে। যেকোনো সময় বাড়িতে ভেঙে পড়তে পারে। চিন্তায় রাতের ঘুম উড়েছে তাদের। তারা বন দপ্তর এবং পৌরসভায় আবেদন করেছিল। আমাকেও জানিয়েছিল। আমি জানিয়েছিলাম এভাবে গাছ কাটার অনুমতি দিতে পারি না। গত ঝড়ে তারা খুব অসুবিধায় পড়েছিল। তখন আমি বাড়ির মালিককে জানিয়েছিলাম এই গাছগুলি কাটার ব্যবস্থা করা হোক। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি গাছ কাটার জন্য আবেদন করেছিলেন। কোনো বৈধ কাগজপত্র জমা দেননি। যে কারণেই অনুমতি দেওয়া হয়নি।

Latest