Skip to content

ছেলের সংসারে চরম অশান্তি!

নিজস্ব সংবাদদাতা : অমিতাভ বচ্চন মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডয়ায় পোস্ট করে থাকেন। সেগুলোর যে অন্তর্নিহিত অর্থও রয়েছে বেশকিছু, তা বলাই যায়। শুধু তাই নয়, অনেকেরই মনে প্রশ্ন জাগে নিজের জীবনের কোনও ঘটনাই কি এভাবে তুলে ধরতে চান অভিনেতা! এক্স-এ একটি গোপন পোস্ট শেয়ার করে আরও খানিক জল্পনা বাড়িয়ে তুলেছেন অভিনেত্রী। বিগ বি বুধবার সকালে ‘সময়’ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা সম্প্রতি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে যোগ দিতে একদিনের সফরে গিয়েছিলেন। ফিরে আসার পরে, তিনি ঐতিহাসিক এই দিনটির অংশ হওয়ার অভিজ্ঞতার বিষয়ে মুখ খুলেছেন। তাঁর সফরের পরে, অভিনেতা একটি নোট ভাগও করে নিয়েছেন।

Latest