Skip to content

দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন!

1 min read

পশ্চিম মেদিনীপুর অরিন্দম চক্রবর্তী : দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন হলো । ২৬ শে ফেব্রুয়ারি অমৃত ভারত স্টেশন প্রকল্পের শিলান্যাস হয়ে গেল। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হলো ৫৫৪ টি রেল স্টেশন। সেই সঙ্গে এক হাজার পাচশোটির বেশি রেল ওভারব্রিজেরও শিলান্যাস হলো। দেশের প্রায় দু হাজার একশোটিজায়গায় এই অনুষ্ঠান হল । একযোগে দক্ষিণ-পূর্ব রেলের ২২ টি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজের সূচনা হলো এদিন। সবচেয়ে বেশি রয়েছে খড়্গপুরের অধীনে থাকা 15 টি স্টেশন। সাংবাদিকদের সাথে গত ২৪ শে ফেব্রুয়ারি ২০২৪ ডিআরএম কে আর চৌধুরী এক বৈঠকে আগেই এ কথা জানিয়েছিলেন। এদিন পাঁচটি রেল সেতুর ছিলাম নাচ ও খড়্গপুরে নবনির্মিত টাউন থানা রেল সেতুর উদ্বোধন হয়। খড়্গপুর ডিভিশনের অধীনে খড়্গপুর, হিজলি,মেদিনীপুর,ঝাড়গ্রাম,মেছেদা,দীঘা,তমলুক,আন্দুল,সাঁকরাইল,সাঁতরাগাছি সহ যে পনেরোটি স্টেশন রয়েছে তাতে ৫০২কোটি টাকা খরচ করে অমৃত ভারত স্টেশন প্রকল্পের মান উন্নয়ন হয়েছে। ২৮৬ কোটি টাকা বে রেল সেতু নির্মাণ হবে। খড়্গপুর ডিভিশনের অন্তর্গত বালেশ্বর সহ তিনটি স্টেশনে ২১১ কোটি টাকা খরচ করা হবে বলে জানা গেছে। সঙ্গে হবে ৪৭ কোটি টাকা ব্যয় রেল সেতু। তবে খড়্গপুর ডিভিশনের অধীনে থাকা ঝাড়খন্ড রাজ্যে কোন স্টেশন অমৃত ভারত প্রকল্পে মানোন্নয়ন হচ্ছে না। দুটো ছোট সেতুর জন্য ওই রাজ্যে পাঁচ কোটি টাকার কাজ হবে। খড়্গপুর এ যে জন ঔষধি কেন্দ্র করা হয়েছে তার উদ্বোধন হয়নি। কারণ হিসেবে জানা গেছে যে এজেন্সি বরাত পেয়েছে তারা ড্রাগ লাইসেন্সের জন্য রাজ্যের কাছে আবেদন করেছেন তাতে একটু দেরি হচ্ছে।। তবে ১৫ দিনের মধ্যে ওই প্রকল্পেরও উন্নয়ন হবে বলে ডি আর এম মতব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে এদিন জানা গেছে এবার একযোগে ১১০০ কোটি টাকার অমৃত ভারত প্রকল্পে রেল স্টেশনের উন্নয়ন ও রেল সেতুর উদ্বোধন হলো। খড়্গপুর স্টেশনে এদিন মুখ্য অতিথি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন খড়্গপুর ডিভিশনের রেল আধিকারিকরা দ্রুত গতিতে কাজ করে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পেরেছে জেনে গর্বিত বোধ করছি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের লোকপ্রিয় সাংসদ মাননীয় দিলীপ ঘোষ ও সাংসদ প্রতিনিধি তথা ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভিষেক আগরওয়াল ও বহু রেল আধিকারিকরা।অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে খড়্গপুর সদর গোলবাজার টাউন থানা রোড - এর ওভার ব্রিজের উদ্বোধন হলো।আদ্রা ডিভিশনের অন্তর্গত বাংলার যে ১২টি অমৃত ভারত স্টেশন রয়েছে তার মধ্যে পুরুলিয়ার আদ্রা, পুরুলিয়া, আনাড়া, বরাভূম, মধুকুণ্ডা, বিষ্ণুপুর, বাঁকুড়া, জয়চন্ডী পাহাড়, মেদিনীপুরের গড়বেতা, শালবনী, চন্দ্রকোনা রোড ও পশ্চিম বর্ধমানের বার্নপুর। শুধু ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্নই নয়, প্রযুক্তিগত দিক থেকেও আলাদাভাবে নজর কাড়বে এইসব স্টেশনগুলি।

Latest