পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : চলতি বছরেই মেদিনীপুর শহরে শেষ হয়ে যাবে ‘অম্রুত’ জল প্রকল্পের কাজ। ইতিমধ্যে, ফেজ ওয়ান আর ফেজ টু-এর কাজ প্রায় শেষ হয়ে গেছে। বাকি কাজও দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে উদ্যোগী জেলাশাসকও। কারণ, ২০২৪ সালেই স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করবেন বলে সূত্রের খবর। মেদিনীপুর শহর জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় চলা আম্রুত প্রকল্পের কাজ সম্পর্কে ঠিক এমনই প্রতিক্রিয়া দিয়েছেন মেদিনীপুর পৌরসভা পৌরপ্রধান সৌমেন খান। তিনি এও জানিয়েছেন, আম্রুত প্রকল্পের কাজের জন্য বিভিন্ন জায়গাতে রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হচ্ছে। যার ফলে পথ চলতে মানুষের খুবই কষ্ট দায়ক, সাধারণ মানুষের চিন্তায় এই রাস্তা কবে সারানো হবে, সেইদিকেই তাকিয়ে রয়েছে পথ চলতি মানুষ থেকে এলাকাবাসী তবে ছোট মটর দুর্ঘটনা ঘটেই পড়ছে।। এ বিষয়ে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান বলেন , চিন্তা করার দরকার নেই, এক মাসের মধ্যেই সেই সমস্ত রাস্তা সারিয়ে দেওয়া হবে। পুজোর আগে শহরের সমস্ত রাস্তাই সারিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন সৌমেন খান। এজন্য শহরবাসীর কাছেও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।