Skip to content

অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়েতে লোকে লোকারণ্য!

নিজস্ব সংবাদদাতা : অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে শুক্রবার জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল চাঁদের হাট। গোটা বলিউডই যেন মাতিয়ে রেখেছিল এই বিয়ের অনুষ্ঠান। গানের তালে তারকাদের নাচের বিভিন্ন মূহূ্র্ত নেটদুনিয়ায় ভাইরাল। গত ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়েছেন অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্ট। বিয়ের আগে প্রায় এক সপ্তাহ ধরে চলছিল প্রাক-বিবাহ নানা অনুষ্ঠান। শুক্রবার বিয়েতে বসেছিল চাঁদের হাট।আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন বাঙালি শিল্পী জয়শ্রী বর্মনের তুলির টানে রাধিকার লেহেঙ্গায় ফুটে উঠেছে ভারতের লোকসংস্কৃতি। সে শিল্প যদি হয় নানা স্তরের, নানা প্রান্তের শিল্পীদের হাতে তৈরি, তবে তাতে আরও স্পষ্ট হয়ে যায় সময়ের ভাবনা।

0:00
/0:54

জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল চাঁদের হাট। গোটা বলিউডই যেন মাতিয়ে রেখেছিল এই বিয়ের অনুষ্ঠান।

আম্বানিদের মেগাবাজেট বিয়ের জন্যেই সুখী দাম্পত্যের এক স্বর্গীয় ক্যানভাস তুলির টানে ফুটিয়ে তুললেন জয়শ্রী বর্মন। ফুসিয়া পিঙ্ক রঙের গোটা লেহেঙ্গায় আঁকা ভারতীয় সংস্কৃতির বিয়ের গল্পগাঁথা। আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গার ১২টি প্যানেলেই তুলির টানে বিবাহ উৎসব, সুখী দাম্পত্যের মঙ্গলচিত্র ফুটিয়ে তুলেছেন বাঙালি শিল্পী। শুধু তাই নয়, আম্বানিপুত্র অনন্তের পশুপ্রেমের ভাবনার কথা মাথায় রেখে লেহেঙ্গাজুড়ে নানা পশু-পক্ষীর ছবি এঁকেছেন জয়শ্রী। যৌথ উদ্যোগে এই অভিনব পোশাকের নেপথ্যে রয়েছেন অনিলকন্যা রিহা কাপুরও। রেশমের জড়িতে গোটা ব্লাউজে হ্যান্ড এমব্রয়ডারি করা। রাধিকার এই বধূবরণের পোশাক ইতিমধ্যেই ফ্যাশনদুনিয়ায় প্রশংসিত হয়েছে। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের স্বপ্নময় বিয়ের অনুষ্ঠানে ‘শরিক’ হয়েছিলেন কোচবিহারের দুই স্কুল জীবনের বান্ধবী। তাঁদের এক জন বলিউডের অভিনেত্রী মৌনি রায়। অন্য জন ‘ফ্যাশন ডিজ়াইনার’ মিকুকুমার। এই অতিথিদের মধ্যে ছিলেন উদ্ধব ঠাকরে ও তাঁর পরিবার, স্মৃতি ও জুবিন ইরানি, সালমান খুরশিদ ও তাঁর পরিবার, রামদাস আঠাওয়ালে, প্রফুল্ল প্যাটেল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও তাঁর পরিবার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, লালু যাদব এবং তাঁর পরিবার। দেবেন্দ্র ফড়নবিস এবং তাঁর পরিবার, বাবা রামদেব, অখিলেশ যাদব এবং তাঁর পরিবার এবং অভিনেতা-রাজনীতিবিদ রবি কিষাণও উপস্থিত ছিলেন এদিন। তাঁদের সকলের উপস্থিতি এবং শুভকামনা, দেশের সবচেয়ে ধনী ব্যক্তির ছোট ছেলের বিয়ে এই শুভ অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলেছে। 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানে পৌঁছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নবদম্পতি পা ছুঁয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রীর। রাজকীয় সেই বিয়ের আসরে হাজির ছিলেন বলিউডের তাবড় তাবড় সব অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক, ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা। সব মিলিয়ে জমজমাট অনন্ত-রাধিকার বিয়ের আসর। আজ 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানেও বসে চাঁদের হাট। শাহরুখ খান, গৌরী খান, সলমন খান, আলিয়া ভট্ট, মহেন্দ্র সিংহ ধোনি, সচিন তেণ্ডুলকর, সানিয়া মির্জা, ঋষভ পন্থ, মেরি কমও পৌঁছন। রাজকীয় সেই বিয়ের আসরে হাজির ছিলেন বলিউডের তাবড় তাবড় সব অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক, ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা। সব মিলিয়ে জমজমাট অনন্ত-রাধিকার বিয়ের আসর। আজ 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানেও বসে চাঁদের হাট। শাহরুখ খান, গৌরী খান, সলমন খান, আলিয়া ভট্ট, মহেন্দ্র সিংহ ধোনি, সচিন তেণ্ডুলকর, সানিয়া মির্জা, ঋষভ পন্থ, মেরি কমও পৌঁছন।                                                                                                                                                             

আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন বাঙালি শিল্পী জয়শ্রী বর্মনের তুলির টানে রাধিকার লেহেঙ্গায় ফুটে উঠেছে ভারতের লোকসংস্কৃতি!
আম্বানিপুত্র অনন্তের পশুপ্রেমের ভাবনার কথা মাথায় রেখে লেহেঙ্গাজুড়ে নানা পশু-পক্ষীর ছবি এঁকেছেন জয়শ্রী বর্মন

Latest