নিজস্ব প্রতিবেদন: অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের কল্যাণদুরগাম শহরের এক দোকানদার। ঘটনাটি ঘটেছে এদিন দুপুর সাড়ে এগারোটা নাগাদ। মূলত ,রঙের ব্যবসায়ী ধূমপানের জন্য তাঁর দোকানের বাইরে বেরিয়েছিলেন। তিনি হাতে বিড়ি আর দেশলাই নিয়ে বিড়িটি ধরানও। আর তৎক্ষনাৎ ঘটে যায় দুর্ঘটনা। দোকানের সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, বিড়িতে আগুন ধরিয়ে জ্বলন্ত দেশলাই কাঠিটি মাটিতে ছুড়ে ফেলছেন দোকানদার। সম্ভবত রঙের কাজে ব্যবহৃত কোনও দাহ্য তরল দোকানের সামনের রাস্তায় পড়েছিল। আগুনের ছোঁয়ায় জ্বলে ওঠে দাউ দাউ করে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বহু দোকানঘর।