Skip to content

মেছেদায় মেদিনীপুর কুইজ কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা!

নিজস্ব সংবাদদাতা :  মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির দশম বার্ষিক সাধারণ সভা রবিবার ২৫শে মে অনুষ্ঠিত হলো মেছেদার একটি সভাগৃহে। সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান ও সংগঠনের প্রয়াত প্রতিষ্ঠাতা সম্পাদক ড.মৌসম মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ ও শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে। এদিন সভায় সভাপতিত্ব করার পাশাপাশি সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি রিংকু চক্রবর্তী।

সম্পাদকীয় প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব পেশ করার পাশাপাশি জবাবী ভাষণ পেশ করেন সম্পাদক সুজন বেরা।এদিন আলোচনা অংশ নেন ২২ জন প্রতিনিধি। সভায় সঙ্গীত পরিবেশন করেন অমিতেশ চৌধুরী, সুপর্ব মুখার্জি, আবৃত্তি পরিবেশন করেন পূর্বা মুখার্জি,অঞ্জন মন্ডল ।এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রিংকু চক্রবর্তী, সম্পাদক সুজন বেরা, সহ-সম্পাদক সুভাষ জানা, সহ-সভাপতিদ্বয় আল্পনা দেবনাথ বোস, অপূর্ব কুমার জানা, কোষাধ্যক্ষ গৌতম নন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের সভায় সংগঠনের ৬৫ জন সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। সংগঠনের আগামীদিনের কাজকর্ম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন সভার শেষলগ্নে সংগঠনের সদস্যা দীপান্বিতা ঘোষকে পুষ্পস্তবক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।এদিনের সভায় শোকপ্রস্তাব উত্থাপনের পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেন করেন স্নেহাশিস চৌধুরী।

Latest