Skip to content

আইআইটি খড়গপুরের গবেষক ছাত্রকে উদ্ধার করা হল খড়্গপুর রেলস্টেশন সংলগ্ন পুরী গেটের কাছে রেল লাইনের ট্র্যাক থেকে!

1 min read

সেখ ওয়ারেশ আলী : আবার পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল আইআইটি খড়্গপুরে। খড়্গপুর রেলস্টেশন সংলগ্ন পুরী গেটের কাছে রেল লাইনের ট্র্যাক থেকে উদ্ধার করা হল আইআইটি খড়গপুরের গবেষক ছাত্র শ্রবণ কুমারকে (২৭)। শনিবার গভীর রাতে জিআরপি প্রথমে তাঁকে উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হিজলি ফাঁড়ির পুলিশ আধিকারিকরাও।

শ্রবণ কুমারকে (২৭)

গুরুতর আহত অবস্থায় শ্রবণকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার বাসিন্দা শ্রবণ কুমার আইআইটি খড়গপুরের মেঘনাদ সাহা হলে আবাসিক ছিলেন। কীভাবে তিনি রেললাইনে পৌঁছলেন, দুর্ঘটনা নাকি অন্য কিছু—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কোন ট্রেন তাঁকে ধাক্কা দেয়, সেই বিষয়টিও খতিয়ে দেখছে জিআরপি ও জেলা পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।

Latest