Skip to content

যুব তৃণমূলের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হলো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত "মিস্যাইল ম্যান" এপিজে আবদুল কালামের প্রয়াণ দিবস ও নানুর দিবস!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরের সার্কিট হাউস মোড়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা অফিসে যথাযথ মর্যাদায় পালন করা হলো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত "মিস্যাইল ম্যান" এপিজে আবদুল কালামের প্রয়াণ দিবস ও বীরভূম জেলার নানুরে ১১জন কৃষককের স্মৃতির উদেশ্যে "নানুর দিবস"। উল্লেখ্য, দুহাজার সালের ২৭শে জুলাই আজকের দিনেই বীরভূম জেলার নানুরে প্রকাশ্য দিবালকে ১১জন কৃষককে হত্যা করা হয়েছিল।

upload in progress, 0

এই দিনের ঘটনাকে শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় "নানুর দিবস"। শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে ও বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে তাদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী,পৌরসভার পৌর প্রধান সৌমেন খান,কাউন্সিলর সৌরভ বসু,আবির আগারওয়াল,অর্পিতা নায়েক,বুদ্ধ মহাপাত্র, প্রদ্যুৎ ঘোষ,আশীষ চক্রবর্তী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

Latest