Skip to content

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী ইতিমধ্যে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অংশ নিয়েছেন!

1 min read

নিজস্ব প্রতিবেদন : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সোমবার ১৩ই জানুয়ারী থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এই ঐতিহাসিক অনুষ্ঠানে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতীর সঙ্গমে ভারত-সহ বিদেশের কোটি কোটি ভক্ত তাদের বিশ্বাস নিয়ে এসেছেন। রাম ভজন এবং জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মহাকুম্ভ মেলা। জার্মানি, আফ্রিকা, ব্রাজিলের মতো বিশ্বের নানান দেশ থেকে ভক্তরা মহাকুম্ভ মেলায় অংশ নিতে হাজির হয়েছেন। প্রয়াগরাজের কুম্ভমেলায় পূণ্যস্নান করতে চলেছেন লরেন পাওয়েল জোবস। তিনি স্টিভ জোবসের বিধবা স্ত্রী। ইতিমধ্যেই লরেন প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন। তার আগে শনিবার কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেন লরেন। নিজের গুরু স্বামী কৈলাসনন্দের ক্যাম্পে আছেন তিনি। তিনি ১৫ জানুয়ারি আমেরিকা ফিরে যাবেন। সেখানে গিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন লরেন। এই প্রসঙ্গে কৈলাসনন্দ মহারাজ বলেন, ‘কুম্ভে সকলকেই স্বাগত। দূর দেশ পেরিয়ে নিজের গুরুর সঙ্গে দেখা করতে এসেছে সে (স্টিভ জবসের স্ত্রী)। আমরা তাঁর নতুন নামকরণও করেছি। এখন থেকে তাঁর নাম কমলা।’ শনিবার তিনি কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী কৈলাসনন্দ গিরি মহারাজ সহ নিরঞ্জনী আখারার আরও ভক্ত এবং সন্ন্যাসীরা। মন্দিরে পুজো দিতে আসা লরেনের পরেছিলেন ভারতীয় পোশাক।কুম্ভের প্রধান স্নান অনুষ্ঠান (রাজকীয় স্নান) ১৪ জানুয়ারি (মকর সংক্রান্তি), ২৯ জানুয়ারি (মৌনী অমাবস্যা) এবং ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী) অনুষ্ঠিত হবে।

Latest