Skip to content

অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ,অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে আবেদন !

নিজস্ব সংবাদদাতা : আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে আবেদন করলেন। জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী সোমবার সুপ্রিম কোর্টে আবেদন জমা করেছেন। আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পরের দিন আত্মসমর্পণ করতে হবে তাঁকে। আম আদমি পার্টি সূত্রে খবর, বেশ কিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা করাতে হবে আপ সুপ্রিমোর। তার মধ্যে রয়েছে PET-CT স্ক্যান। মূলত ক্যানসার নির্ধারণ করার জন্যই এই পরীক্ষা করানো হয়। অন্তত সাতদিনের জন্য এই জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ED, পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। তাঁর আইনজীবীদের দাবি ছিল, নির্বাচনী প্রচার থেকে কেজরিওয়ালকে আটকাতেই ইচ্ছাকৃতভাবে জেলে পাঠানো হয়েছে। গত ১০ মে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। তবে এই জামিনের তীব্র বিরোধিতা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, “আইনের ব্যাখ্যা করার অধিকার আছে সুপ্রিম কোর্টের। কিন্তু আমার বিশ্বাস, কেজরিওয়ালের ক্ষেত্রে সাধারণভাবে বিচার হয়নি। দেশের অনেকেই মনে করছেন, বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কেজরিওয়ালকে।” তবে অমিতশাহের এই দাবিকে সাফ উড়িয়ে দিয়েছে শীর্ষ আদালত। 

Latest