Skip to content

বন্যা দুর্গত এলাকাবাসীদের পরিষেবায় কর্মরত আশা কর্মীরা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : গ্রামের পর গ্রাম জলের নিচে। ডুবেছে বাড়িঘর, জমি। থানায় ঢুকেছে জল। সবমিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন।বন্যা দুর্গত এলাকাবাসীদের পরিষেবায় কর্মরত আশা কর্মীরা। অনেক আশা কর্মীর নিজের বাড়িও বন্যার জলে ডুবে গিয়েছে। পাঁশকুড়া, ঘাটাল সহ আরও অন্যান্য বন্যা কবলিত এলাকা গুলোতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিও পরিলক্ষিত হয়েছে।ধান চাষ থেকে শুরু করে পান,ফুল এবং সব্জি চাষের বিপুল ক্ষতি লক্ষণীয়।এছাড়াও অসংখ্য ঘরবাড়ি ভেঙে গেছে,বহু মানুষের বাসস্থান চিরতরে হারিয়ে গেছে।বন্যা কবলিত এলাকাগুলোতে বর্তমানে নেই পানীয় জল,যথোপযুক্ত খাবার,বিদ্যুৎ,মেডিক্যাল পরিষেবা সহ অন্যান্য সুযোগ সুবিধা। এই বন্যা দুর্গত এলাকাবাসীদের পরিষেবায় কর্মরত আশা কর্মীরা । রাজ্যের বিভিন্ন জেলায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন।

Latest