Skip to content

ছত্তিশগড়ে জওয়ানদের সঙ্গে সংঘর্ষে নিকেশ অন্তত ১৮ জন নকশাল !

নিজস্ব সংবাদদাতা : ৩ দিন বাদেই ছত্তিশগড়-সহ গোটা দেশে শুরু হচ্ছে লোকসভা ভোট। যদিও এই কাঁকর জেলায় ভোট দ্বিতীয় দফায়। তার আগে সতর্কতা মূলক পদক্ষেপ হিসাবে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে অভিযান চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিকেশ অন্তত ১৮ জন নকশাল তার মধ্যে শীর্ষ মাও নেতা শংকর রাও-ও রয়েছেন। শংকর কাঁকর জেলার শীর্ষ মাও কম্যান্ডার ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। এছাড়াও মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষ নেতা খতম হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অসমর্থিত সূত্রে এমনটাই খবর। পালটা হামলায় আহত ৩ নিরাপত্তারক্ষী। তবে হতাহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি নিরাপত্তারক্ষীদের তরফে। এই ঘটনাস্থল থেকে প্রচুর বারুদ এবং একে-৪৭ উদ্ধার হয়েছে। জানা যায় স্রেফ এই কাঁকর জেলাতেই প্রায় ৬০ হাজার জওয়ান মোতায়েন আছেন।গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে যৌথ অভিযান শুরু করে BSF এবং DRF। এই ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স (DRF) ২০০৮ সালে মাও দমনের লক্ষ্যেই তৈরি হয়েছিল। মূলত ছত্তিশগড়ের কাঁকর জেলার জঙ্গলে চলে এই অভিযান। যৌথ অভিযানেই আসে সাফল্য। স্রেফ এই কাঁকর জেলাতেই প্রায় ৬০ হাজার জওয়ান মোতায়েন আছেন।

Latest