Skip to content

মেদিনীপুর জেলা পরিষদ হলে "একুশে জুলাই" এর সমাবেশের প্রস্তুতি সভাতে হাজির সুব্রত বক্সি!

সেখ ওয়ারেশ আলী,পশ্চিম মেদিনীপুর: ২১ শে জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এবারের সভাকে সফল করতে রেকর্ড জমায়েত করার লক্ষ্য নিয়ে সোমবার জেলা পরিষদ হলে একুশে জুলাই এর সমাবেশের প্রস্তুতি সভা করলেন তৃনমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। প্রতি বছর ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের কর্মী ও নেতৃবৃন্দকে চলার পথ দেখান দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও সেরকম বেশকিছু দিক নির্দেশ দিতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের প্রস্তুতি সভায় এমনটাই জানান সুব্রত বক্সি। বলা যায়, এবারের সমাবেশ থেকে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দেবেন দলনেত্রী। তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবারের ২১ শে জুলাই এর সভার তাৎপর্য অনেকখানি। সেই কারনে এবারের ২১ শে জুলাই এর সভাস্থলে পৌঁছে এই ঐতিহাসিক সমাবেশকে সফল করার আহ্বান জানান এদিনের প্রস্তুতি সভার প্রধান বক্তা সুব্রত বক্সি থেকে শুরু করে অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্ব।

Latest