Skip to content

ফ্যাটি লিভারের বিরুদ্ধে লড়াই এখন আরও সহজ!

নিজস্ব সংবাদদাতা :  ফ্যাটি লিভার একটি অত্যন্ত পরিচিত অসুখ। নিয়মিত জাঙ্কফুড খেলে লিভারে অতিরিক্ত চর্বি জমে। সেটাই ফ্যাটি লিভারের অন্যতম কারণ। বিশ্বজুড়ে মহামারির মত ছড়িয়ে পড়ছে ফ্যাটি লিভার। তবে মজার বিষয় এই রোগের ক্ষেত্রে নির্দিষ্ট কোন ওষুধ সেভাবে আবিষ্কার হয়নি। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটি হল লিভার। তাই লিভারকে সুস্থ রাখাটা খুবই জরুরি। লিভারে অতিরিক্ত চর্বি জমেই তৈরি হয় ফ্যাটি লিভার। PNPLA3 জিনের অসঙ্গতির কারণে অস্বাভাবিকহারে প্রোটিন তৈরি হয়। লিভারের কোষের ভিতর এই অস্বভাবিক প্রোটিনটা ধংস না হয়ে বাড়তে থাকে। সেটাই ফ্যাটি লিভারের কারণ । এই প্রোটিনটাকে কীভাবে ধ্বংস করা সম্ভব? তা জানলে ফ্যাটি লিভারের বিরুদ্ধে ওষুধও তৈরি সম্ভব। আর সেটাই আবিষ্কার করে চমকে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক বাঙালি চিকিৎসক বিজ্ঞানী। ইউনিভার্সিটি ইফ টেক্সাস সাউথ ওয়েস্টার্নে পিএইচডি করার সময় চিকিৎসক বিজ্ঞানী আভাস দাস BFAR নামক একটি এমন প্রোটিন আবিষ্কার করেন যা PNPLA3 থেকে সৃষ্ট প্রোটিনকে সহজেই ধ্বংস করে।সাউথ পয়েন্ট স্কুল থেকে পাস করে এনআরএস থেকে এমবিবিএস পাস করেন আভাস। এরপর পিএইচডি করতে পাড়ি দেন মার্কিন যুক্তরাষ্ট্র-এ। তিনি মনে করেন এই অবিষ্কার মানুষকে জানতে সাহয্য করবে ফ্যাটি লিভারের প্রকৃত কারণ এবং সেই সঙ্গে হয় অগণিত মানুষের মনে আশার সঞ্চার করবে ফ্যাটি লিভারের চিকিৎসার বিষয়েও।

Latest