Skip to content

বিদ্যাসাগর ইউনিভার্সিটি ও ব্রাউস স্কিল ও আইকিউএসির উদ্যোগে প্রযুক্তি প্রবণতা ও সচেতনতা কর্মশালা/সেমিনার আয়োজন করা হলো!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার সদর মেদিনীপুর শহরে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত একটি অনুমোদনকারী ও গবেষণা বিশ্ববিদ্যালয়। শুক্রবার ২১শে জুন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দ অডিটোরিয়ামে সেমিনারটি আয়োজন করা হয়েছিল । উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সুশান্ত কুমার চক্রবর্তী, আইকিউএসির ডাইরেক্টর অধ্যাপক ডঃ মধুমঙ্গল পাল,কম্পিউটার বিজ্ঞান HOD অধ্যাপক ডঃ বিশ্বপতি জানা এবং কম্পিউটার বিজ্ঞান অন্যান্য অধ্যাপক এবংঅধ্যাপিকারা ও বিশ্ববিদ্যালয়ের অফিসের লোকজনরা । ভার্চুয়ালি ও কার্যত উপস্থিত ছিলেন যুক্তরাজ্য তথ্য নিরাপত্তার পরিচালক ইয়াথিরাজ রাও এক্সেলা টেকনোলজিস সার্ভিসেস,অস্ট্রেলিয়া থেকে ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক (এনএবি)-এর সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট অভিজিৎ নায়ার,রামকৃষ্ণ রায় ইনট্রুসেপ্ট ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা ও COO , বিবেকানন্দ রায়, থ্রেট ইন্টেলিজেন্স এক্সপার্ট এবং ব্রাউজারস্কিল টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা এবং চিরঞ্জিত নাথ ইডিওসিসের প্রতিষ্ঠাতা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সুশান্ত কুমার চক্রবর্তী বলেন, এ সেমিনার মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সরকারি কর্মকাণ্ডে ডিজিটাল অ্যাম্বাসেডরশিপ সম্পৃক্তকরণ ছাড়াও শিক্ষক ও তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল পরিচিতি সংরক্ষণ, গঠনমূলক চিন্তা, শ্রদ্ধা ও সহমর্মিতাপূর্ণ আচরণ এবং গুজব সম্পর্কে সচেতন থাকার বিষয়ে প্রশিক্ষণ প্রদান হবে। এই ইভেন্টটি আমাদের সমাজের ভবিষ্যত উদ্ভাবক এবং বিজ্ঞানীদের লালনপালনের জন্য বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের একটি প্রমাণ হিসাবে কাজ করবে, একটি উজ্জ্বল এবং আরও বৈজ্ঞানিকভাবে সমৃদ্ধ বিশ্বের পথ প্রশস্ত করে।কর্মশালার লক্ষ্য হল অংশগ্রহণকারীদের এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি এবং ক্ষেত্রের সাম্প্রতিক প্রবণতাগুলির মতো ডোমেনগুলির একটি ব্যাপক বোঝাপড়া প্রদান করা। সক্রিয়ভাবে এবং ভার্চুয়ালি ৩০০ বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল।

Latest