নিজস্ব সংবাদদাতা : গত সোমবার ইউ. এ. এল. বেঙ্গলের উদ্যোগে কারখানার অন্তবর্তী শিক্ষামূলক এলাকা পরিদর্শনের আয়োজন করা হয়েছিল কুলটিকরি বিএড কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এই পরিদর্শনে অংশগ্রহন করছিলেন ঐ সংস্থার পক্ষ হইতে পাঁচজন শিক্ষক এবং পঁয়ত্রিশজন শিক্ষার্থী। কারখানার পক্ষ থেকে প্রথমে কনফারেন্স হলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কারখানার উৎপাদন ও সেফটি সম্পর্কিত একটি ভিডিও দেখানো হয়। তারপর ৩টি গ্রুপে বিভক্ত হয়ে কারখানার বিভিন্ন খুঁটিনাটি যেমন কাঁচামাল সম্পর্কিত উৎপাদন সম্পর্কিত, যন্ত্রপাতি সম্পর্কিত, বৈদ্যুতিক সম্পর্কিত, বিক্রিত পণ্য সম্পর্কিত, বাসস্থানের মধ্যে চিড়িয়াখানা সম্পর্কিত, কোর্নাক নগর সম্পর্কিত জ্ঞান অর্জন করে।
ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা প্রবল উৎসাহের সঙ্গে এই শিক্ষামূলক ভ্রমন উপভোগ করেন এবং তারা তাদের প্রশ্নতালিকা পূরন করেন। সর্বশেষে কারখানার কর্তৃপক্ষের তরফ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কারখানার ফ্রী লাঞ্চ ক্যান্টিনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সরু ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যায়।