পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২০২৩ সালের শেষের শীতের আমেজ শুরুতেই বিগত বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গে অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায়।শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর কলেজ ময়দানে শুরু হল বাংলা মোদের গর্ব শীর্ষক অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন জেলাশাসক খুরশেদ আলী কাদরী, বাংলা মোদের গর্ব অনুষ্ঠান চলবে, তিন দিন ২৪ শে নভেম্বর থেকে ২৬ শে নভেম্বর পর্যন্ত।অনুষ্ঠানে থাকছে স্থানীয় কারিগর ও স্বসহায়ক দলগুলি তৈরি দ্রব্য সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা, স্থানীয় শিল্পী, লোক শিল্পী এবং কলকাতা থেকে আগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপর প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরী, পুলিশ সুপার ধীর্তিমান সরকার, পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শঙ্কর সারেঙ্গী। জেলা পরিষদ সভাধিপতি প্রতিভা রানি মাইতি ৷ পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বরুণ মন্ডল সহ অতিথিবৃন্দরা।