Skip to content

চিনা বাদাম চাষ করে ক্ষতির মুখে বিষ্ণুপুর জয়পুর বাকাদহ বাগদহরা সহ এলাকার কৃষকেরা!

বাঁকুড়া নিজস্ব সংবাদদাতা : একিই ফলন ভালো হয়নি তার উপর দাম নেই, নাজেহাল কৃষকেরা। দেনা শোদের চিন্তায় কপালে ভাঁজ। কিভাবে দু বেলা দুই মুঠো অন্ন তুলে দেবে, তা নিয়ে চিন্তিত কৃষকেরা তার উপর ছেলে মেয়ের পড়াশোনা খরচ তার উপর ওষুধ পত্র কিভাবে খরচ যোগাবে কি খাবে? আর কাকে কি দিবে কি ভাবে চালাবে সংসার নাজেহাল কৃষকেরা। তিল আলু ধানের থেকে লাভজনক ফসল হলো এই বাদাম আর তারই জন্য অতিরিক্ত লাভের আশায় চাষ করেছিলেন বাদাম। ভেবেছিলেন অন্যান্য বছরের তুলনায় দাম ভালো পাওয়া যাবে ফলন ভালো হবে। কিন্তু লাভ হলোনা চাষে। এ বছরে অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টিপাত না হওয়ার কারণে ফলন হয়নি বাদামে। তাই বাদাম চাষে লস হলেও জমিতে আগামী ফসলের জন্য পরিষ্কার করতে হচ্ছে কৃষকদের। কৃষকদের তো চাষ করেই খেতে হবে,আর তো কোন উপায় নেই তাতে লাভই হোক বা ক্ষতি।

Latest