Skip to content

রাজ্য জয়েন্টের প্রথম হয়েছেন বাঁকুড়ার কিংশুক পাত্র!

নিজস্ব সংবাদদাতা : প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফলাফল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের প্রায় এক মাসের মাথায় বেরলো ফল। আর এতেই প্রথম হয়েছেন, বাঁকুড়ার কিংশুক পাত্র। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র। বাঁকুড়া জেলার ইন্দ্রপ্রস্থ এলাকায় থাকেন কিংশুক।পড়ুয়া জানিয়েছেন, সামনে খড়গপুর আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান তিনি। পড়ুয়া NEET জয়েন্টেও পরীক্ষা দিয়েছিলেন। মেডিক্যালে ৬৭০ র‍্যাংক এসেছে তাঁর। পরবর্তীতে পড়াশোনার খাতিরে যেটুকু করার করবেন। ছোট থেকেই পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকেন কিংশুক। আর থাকবেন না-ই বা কেন! কিংশুকের পরিবার তাঁর বাবা-মা এবং দিদিকে নিয়ে। সেখানে বাবা-মা দুজনেই পেশায় শিক্ষক, এবং দিদি পড়ছেন চিকিৎসাবিদ্যা নিয়ে। সেই পরিবারে আরও একটি পালক যুক্ত করলেন কিংশুক। আইআইটিতে পড়াশোনা করে রাজ্যের বাইরে চাকরি করতে চান তিনি। পড়াশোনার মধ্যে অঙ্ক সবচেয়ে পছন্দের। বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়েই বেশি পড়াশোনা করতে পছন্দ করেন। কিংশুকের বাবা নির্মলেন্দু পাত্র আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, তাঁরা আশা করেছিলেন ছেলে ফল ভাল হবে। তবে, প্রথম হবেন এমন প্রত্যাশা ছিল না। পড়াশোনার বাইরেও খেলাধুলা করতে ভালবাসলেও সে ভাবে সময় পান না কিংশুক। উচ্চ মাধ্যমিকে ৪৭৭ নম্বর ছিল তাঁর। মেধাতালিকায় জায়গা হয়নি।

Latest