Skip to content

বাঁকুড়া শহরের তামলীবাঁধ ময়দানে এমপি কাপ ক্রিকেটের উদ্বোধন করেন প্রাক্তন অধিনায়ক বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়!

নিজস্ব সংবাদদাতা : রবিবার ২৭শে এপ্রিল বাঁকুড়া শহরের তামলীবাঁধ ময়দানে এমপি কাপ ক্রিকেটের উদ্বোধনে বাঁকুড়ায় যান ভারতের প্রাক্তন অধিনায়ক বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলা ও বাঙালির আবেগ।

সেখানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৮ টি টিম অংশগ্রহণ করেছিল দলগুলির নাম হল, ছাতনা ক্যাপিট্যালস্, রাইপুর ওয়ারিয়রস, শালতোড়া সুপার জায়ান্টস্, রঘুনাথপুর রয়্যালস্, রানিবাঁধ রেঞ্জার্স, বাঁকুড়া নাইট রাইডার্স, মাষ্টার ব্লাষ্টার্স তালডাংরা ও বাঁকুড়া মিউনিসিপিল্যাটি কিংস'। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অনেক ক্রিকেটার বাংলা ও ভারতের হয়ে খেলেছে। তাঁদের মধ্যে হাওড়ার লক্ষীরতন শুল্কা ও মনোজ তিওয়ারির মতো অনেকে রয়েছেন। এখানে যারা খেলার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের সকলকে আমার অনুরোধ, যাতে তাঁরা ক্রিকেট ও ফুটবল দুটোকেই সমানতালে গুরুত্ব দেন'।বাঁকুড়া থেকে কলকাতা ফিরার পথে এক ভক্ত সঙ্গে দেখা করলেন বিষ্ণুপুরের ভগৎ সিং স্ট্যাচু মোড়ের বাসিন্দা মানস চট্টোপাধ্যায় ।

Latest