Skip to content

বাঁকুড়ার স্বপ্নের রেল প্রকল্পের কাজ শুরু!

নিজস্ব সংবাদদাতা : শীঘ্রই মসাগ্রাম-বাঁকুড়া রেল চলাচল শুরু হবে।
বহু প্রতীক্ষিত বাঁকুড়া থেকে হাওড়া হয়ে মসাগ্রাম রেললাইন সংযুক্তিকরণের দাবি ছিল রেল যাত্রীদের। সেই দাবিকে মান্যতা দিয়েই শুরু হয় কাজ। সৌমিত্র জানান, দিল্লি গিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই রেললাইনের উদ্বোধন হবে বলে জানান তিনি। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘রেলওয়ে সেফটি বোর্ডের অনুমতি মিললেই লাইনের সংযুক্তি হবে।’’সাংসদ সৌমিত্র খাঁ মাসাগ্রাম স্টেশনে কাজ পরিদর্শন করার পরে ঘোষণা করেছেন যে এই মাসের 20 তারিখের মধ্যে রেললাইনটি চালু করার আশা করা হচ্ছে। পরিদর্শনের সময়, সৌমিত্র খাঁ আরও জোর দেন যে এই রেল সংযোগটি কতটা গুরুত্বপূর্ণ, তার উপর। তিনি বহুবার সংসদে এ বিষয়টি তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাও করেছেন। এই রেল সংযোগের উদঘাটন, এলাকায় পরিবহণ বাড়ানোর ক্রমাগত প্রচেষ্টার ফল।

Latest