নিজস্ব সংবাদদাতা : সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিরোধী পোস্ট বা বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার বাঁকুড়ার রাইপুরে এক যুবক। অভিযোগ ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে ওই যুবক সমাজ মাধ্যমে দেশ বিরোধী ও সেনার প্রতি অবমাননাকর পোস্ট ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা করছিল। গত শনিবার উপরবাঁধা গ্রামেরই এক বাসিন্দা সফিক খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। রবিবার সকালে তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের হয়ে এদিন কোনও আইনজীবী সওয়াল করেনি। পুলিশ হেফাজতে না চাওয়ায় বিচারক আগামী তেইশে মে পর্যন্ত অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।