নিজস্ব সংবাদদাতা : আগামীর পথ চলা সুগম করতে বিগত বছর গুলির ন্যায় এবছরও অনুষ্ঠিত হয়ে গেল বড়মোহনপুর ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা। আলোচনা সভার শিরোনাম ছিল -"পথের শিক্ষা- পুঁথির শিক্ষা"। আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেলদা গঙ্গাধর একাডেমির সহ প্রধান শিক্ষক বিজন ষড়ঙ্গী। এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি কার্তিক চন্দ্র আচার্য ও ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শংকর মিশ্র ।প্রধান অতিথি হিসেবে তিনি তার বক্তব্যে তুলে ধরেন পথের শিক্ষা পুঁথির শিক্ষা এক হয়ে কি করে জীবনের শিক্ষা হতে পারে। সভার সভাপতি মহাশয় তার বক্তব্যে বলেন, আমাদের দেশের এই মেধাবীদের কে তাদের জ্ঞানের পরিধি শুধু পুঁথিগত জ্ঞানের মাঝে সীমাবদ্ধ রাখলে চলবে না বরং তাদের নৈতিকতা ও দেশপ্রেমের জ্ঞান ও শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই তিনি সমস্ত ছাত্র সমাজকে সেই পথে চলার জন্য আহ্বান জানান।এই অনুষ্ঠানে সভাকে অলংকৃত করেন মাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রী উদিতা রায়,মাধ্যমিকের নবম স্থানাধিকারী বেলদা গঙ্গাধর একাডেমির ছাত্র অঙ্কুশ জানা ,দ্বাদশ স্থানাধিকারী অনিরুদ্ধ চন্দ, আইএই প্রতিষ্ঠান থেকে প্রথম স্থানাধিকারী সৌমজিৎ দাস,ভগবতী দেবী শিক্ষানিকেতনের প্রথম স্থানাধিকারী অঙ্কুর কুমার মান্না, উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগে পঞ্চদশতম স্থানাধিকারী গঙ্গাধর একাডেমী ছাত্রী মানসী সাহু,বিজ্ঞান বিভাগে ষোড়শ তম স্থানাধিকারী প্রসূন রায় কলা বিভাগে নারায়ণগড় ব্লকে দ্বিতীয় স্থানাধিকারী শুভময় দাস প্রমুখ।