Skip to content

পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হলো বালিচক বইমেলা ২০২৫!

নিজস্ব সংবাদদাতা : বালিচক বইমেলা কমিটির উদ্যোগে বালিচক স্কুল ময়দানে সাত দিন ধরে অনুষ্ঠিত হলো বালিচক বইমেলা ২০২৫। উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। উপস্থিতি ছিলেন বিশিষ্ট অধ্যাপক ড. লায়েক আলি খান, কবি প্রফুল্ল পাল,প্রাক্তন সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক সুকুমার কলা ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী শক্তি পদ পড়িয়া প্রমুখ।

বইমেলা আয়োজনে সহযোগিতায় ছিল বালিচক সাহিত্য সংসদ ও 'বালিভূমি'পাত্রিকা।ছিল লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। ছিল স্থানীয় লেখকদের প্রকাশিত পত্রিকা বা বই পাঠকের হাতে পৌঁছে যাওয়ার এক সুবর্ন সুযোগ। এই মেলা হয়ে উঠেছিল মুক্ত চিন্তার আবেশ ভূমি। শেষদিনে অনুষ্ঠিত হয় কবি সম্মেলন। যার উদ্বোধক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী। উপস্থিত ছিলেন কবি সুনীল মাজী,সিদ্ধার্থ সাঁতরা, কাশীনাথ সাহা, তনুশ্রী ভট্টাচাৰ্য, সুনীল ভুঁইয়া, খুকু ভুঁইয়া, পুষ্প সাঁতরা, সুব্রত সেন, রবীন্দ্র নাথ ভৌমিক, অসীম ভুঁইয়া, প্রফুল্ল পাল, উত্তম বেহারা , বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী শক্তিপদ পড়িয়া ও অবিভক্ত মেদিনীপুর জেলার প্রায় ৫০ জন কবি। শ্রোতাদের মতে কবিদের উপস্থিতির উষ্ণ অভিবাদন মনে রয়ে যাবে বহুদিন।প্রফুল্ল পাল, উত্তম বেহারা সহ সমস্ত বই মেলার উদ্যোক্তারা মেলায় সার্বিক বই বিক্রি ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে মানুষের ব্যাপক সাড়া দেখে তাঁরা খুবই আশান্বিত বলে জানান।

Latest