Skip to content

‘হুলিগানিজম‘ নামে একটি নতুন বাংলা ব্যান্ড গড়ে তুলেছেন পরিচালক ও গায়ক অনির্বাণ ভট্টাচার্য!

1 min read

নিজস্ব সংবাদদাতা: গত ৩১শে আগস্ট রবিবার কলকাতায় একটি বড় বাংলা ব্যান্ডের কনসার্ট, BANDSTORM অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। হুলিগানিজম নামে একটি নতুন বাংলা ব্যান্ড গড়ে তুলেছেন পরিচালক ও গায়ক অনির্বাণ ভট্টাচার্য । সাথে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য ,শুভদীপ গুহ,কৃশানু ঘোষ, নীলাংশুক দত্ত ও আরও অনেকেই। সম্প্রতি কলকাতাতে অনির্বাণ ভট্টাচার্যের এই গানের দল একটি BANDSTORM কনসার্ট করেছে। হুলিগানিজমের গান দর্শকের কতটা প্রিয়, তা নতুন করে বলার কিছু নেই ।

গানের টার্গেটে উঠে এল রাজনীতির কথাও।গানের কথা অনুযায়ী “এসব কথা বললে নাকি রেগে যাবে কুনাল ঘোষ, ভীষণ রোমান্টিক ,গয়না, দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা, এখানে বিপ্লবীদের পার্টি টিভি চ্যানেল হাঁটাহাঁটি তাই কিনেছেন গাড়ি, দাদা আমাদের শতরুপ ঘোষ।” যদিও গানটির মধ্যে কাউকে ব্যঙ্গ করা হয়নি । এটি মূলত দর্শকদের আনন্দ দেওয়ার জন্য গাওয়া হয়েছে।এই ব্যান্ডের নাম যেমন ব্যতিক্রমী, তেমনি তাঁদের কনসার্টও অনন্য। কথা ও সুরের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অভিনব উপস্থাপনা, যা বাংলার সংগীত জগতে এক নতুন ধারা তৈরি করতে পারে বলে অনুমান অনেকেরই।

Latest