Skip to content

ব্যানার্জী বাড়ির কোজাগরী লক্ষ্মী পূজো!

1 min read

নিজস্ব সংবাদদাতা: কোজাগরী লক্ষ্মী পূজো হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় অনুষ্ঠান, যা কোজাগর পূর্ণিমার রাতে উদযাপিত হয়। ‘কোজাগরী’ শব্দটি এসেছে ‘কে জাগরিত’ থেকে, যার অর্থ "কে জেগে আছো?"। এই রাতে বিশ্বাস করা হয়, মা লক্ষ্মী, যিনি ধন-সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী, তিনি ভক্তদের বাড়িতে গমন করেন এবং যাঁরা জেগে থেকে তাঁর পূজো করেন, তাঁদের আশীর্বাদ করেন। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন পূর্ণিমা তিথি পড়ছে ১৬ অক্টোবর সন্ধ্যা ৭ টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে। আর ১৭ অক্টোবর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, বিকেল ৫ টা ১৭ মিনিট ৩৬সেকেন্ডে । আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে বুধবার রাত ৮ টা ৪১ মিনিটে পূর্ণিমা তিথি পড়ছে, আর বৃহস্পতিবার বিকেল ৪ টে ৫৬ মিনিটে তা শেষ হচ্ছে। এই বছর হাওড়া আন্দুলের ব্যানার্জি বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজোর ৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। বিগত কয়েক বছর ধরে এই ঐতিহ্য কে বয়ে নিয়ে চলেছেন পরিবারের কর্তা শ্রী দীপক ব্যানার্জী এবং উনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ও অ্যান্টি ক্রাইম শাখার বেঙ্গল প্রেসিডেন্ট।প্রতি বছর ব্যানার্জি পরিবার মা লক্ষ্মীর মূর্তি নিয়ে আসে এবং মাকে শাড়ি ও সোনার গয়নায় সজ্জিত করে। মায়ের জন্য খিচুড়ি ভোগ তৈরি করা হয়। পরিবার, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরা একত্রে এসে এই পুজোয় অংশগ্রহণ করেন।এই বছর লক্ষ্মী পূজোর উদযাপন আগের মতো জাঁকজমকপূর্ণভাবে হয়নি, কারণ আর জি কর হাসপাতালের মর্মান্তিক দুর্ঘটনার উপলক্ষে।এই পরিস্থিতির কারণে, এই বছর পূজোটি পরিবারের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে, এবং কোনো আড়ম্বর আয়োজন করা হয়নি। পূজোর ঐতিহ্য বজায় রেখে, এবারের পূজো পরিবারের মধ্যে অন্তরঙ্গভাবে পালিত হয়েছে।

Latest