Skip to content

শনিবার সকালে বনগাঁ স্টেশনে ঢোকার মুখে রেললাইনে ফাটল!

1 min read

নিজস্ব সংবাদদাতা : শনিবার সাতসকালে বনগাঁ স্টেশনের আগে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। তার জেরে শনিবার সকালে বেশ কিছুক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে ওই শাখায়। ফলে ওই সময়ের মধ্যে বনগাঁ স্টেশন থেকে কোনও ট্রেন বেরোতে পারেনি বা ঢুকতেও পারেনি। জানা গেছে, শনিবার সকালে বনগাঁ স্টেশনে ঢোকার মুখে রেললাইনে ফাটল চোখে পড়ে রেলকর্মীদের। সকাল ৯টা ৫০ মিনিটে মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় ফাটল সারানোর কাজ। তার পর থেকে আর কোনও ট্রেন যাওয়া–আসা করেনি। রেল সূত্রে খবর, আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বনগাঁ–শিয়ালদহ লাইনের যাত্রীরা অসুবিধায় পড়েছেন। অনেকে ট্রেনের আশা ছেড়ে বিকল্প পথ ধরেছেন। আবার অনেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন। রেল সূত্রে খবর, ঘণ্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Latest