ঢাকা, জাকির হোসেন : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ও অপপ্রচার থেকে সতর্ক থাকতে নাগরিকদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।শুক্রবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “সামাজিক মাধ্যমে সেনাপ্রধানকে নিয়ে নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু ‘মনগড়া দাবি ও গুজব’ ছড়ানো হচ্ছে।” বিবৃতির সঙ্গে ছয়টি ভুয়ো পোস্টের স্ক্রিনশট যুক্ত করে সেনাবাহিনী জানিয়েছে, এ ধরনের প্রচারণা ‘কুচক্রী মহলের পরিকল্পিত ষড়যন্ত্র’।পোস্টে আরও বলা হয়েছে, “জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে যেন তারা অসত্য ও ভিত্তিহীন তথ্য দ্বারা বিভ্রান্ত না হন।” সেনাবাহিনী স্মরণ করিয়ে দিয়েছে, এর আগেও ১৯ জুন একই বিষয়ে একটি সতর্কবার্তা জারি করা হয়েছিল।