ঢাকা জাকির হোসেন : বাংলাদেশের চট্টগ্রাম নগরের চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। ১১ জুন মঙ্গলবার বিকেল চারটার দিকে ফিশারিঘাট এলাকার চাক্তাই খালের স্লুইসগেটের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় চার ঘণ্টা তল্লাশি চালিয়েও সন্ধান পায়নি। তাৎক্ষণিকভাবে ওই দুই শিশুর নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বিকেল সাড়ে চারটার দিকে দুই শিশু খালে স্নান করতে নেমেছিল। প্রথমে এক শিশু পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে নামে। পরে স্রোতের কারণে সেও ভেসে যায়। তাদের বাঁচাতে সেখানে থাকা এক বৃদ্ধ চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। ফায়ার সার্ভিসের চট্টগ্রামের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ জানায়, বিকেল সোয়া চারটার দিকে খালে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে লামারবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ও আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যায়। তবে প্রায় চার ঘণ্টা খোঁজ করেও দুই শিশুকে পাওয়া যায়নি।
লামারবাজার ফায়ার স্টেশনের লিডার মোহাম্মদ আফজাল খান জানান, 'প্রায় চার ঘণ্টা খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। রাতে অন্ধকারের কারণে উদ্ধার অভিযান এদিনের মতো শেষ করা হয়েছে। ১২ জুন বুধবার সকাল থেকে আবারও অভিযান চলবে৷ তবে অভিযানের সময় দুই শিশুর কোনো অভিভাবককে পাওয়া যায়নি।'
এর আগে গত রোববার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার নাসির খালে পড়ে মারা যায় জসিম নামের সাত বছর বয়সী এক শিশু। গত ২৭ মে ঘূর্ণিঝড় রেমালের পর নগরের আছদগঞ্জের কলাবাগিচা খালে পড়ে এক যুবকের মৃত্যু হয়। গত তিন বছরে চট্টগ্রাম নগরের নালা ও খালে পড়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।