ঢাকা জাকির হোসেন : সীমাহীন দুর্নীতি, লুটপাট বন্ধ ও নিত্যপণ্যের আকাশছোঁয়া দ্রব্যমূল্য কমানোর দাবিতে শ্রমজীবী মানুষের ভুখা মিছিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ১৩ জুলাই শনিবার বিকেলে সাধারণ শ্রমজীবী মানুষের ব্যানারে এ ভুখা মিছিলটি আরামবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা-বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। এ সময় দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে ও দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা।
বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, বর্তমান শাসকদল আওয়ামী লীগের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। আমরা খেটে খাওয়া গরিব মানুষ এখন দিশেহারা। দেশ বাঁচাতে ও মানুষ বাঁচাতে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, দেশ থেকে দুর্নীতি আর লুটপাট দূর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।