Skip to content

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ভোট, শরিকদের ৪০ আসন ছাড়বে বিএনপি!

ঢাকা, জাকির হোসেন: আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন— শুক্রবার এমনটাই জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।নেত্রকোনা জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আগের সরকারের কিছু সুবিধাভোগী এখন নির্বাচনের বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ওঁরা আসলে পতিত ফ্যাসিস্ট সরকারের ‘পেইড এজেন্ট’। কাজেই ওঁদের কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই।” প্রেস সচিব আরও বলেন, “সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সরকারের কাজকর্মের সঠিক ও ইতিবাচক দিকগুলি জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব পালন করবে — আমরা সে ব্যাপারে আশাবাদী।”অন্তর্বর্তী সরকারের এই ঘোষণা কার্যত নিশ্চিত করে দিল যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশের ভোটযুদ্ধ শুরু হচ্ছে।অন্যদিকে, নির্বাচনের আগে আসন সমঝোতায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সূত্রের খবর, শরিকদের জন্য ৪০টি আসন ছাড়বে বিএনপি। এর মধ্যে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) পেতে পারে পাঁচটি আসন।৩০০ আসনের সংসদে বিএনপি ৬৩টি আসন আপাতত ‘ওপেন’ রেখেছে, যেখানে শরিকদের সঙ্গে টানাপড়েন চলছে। প্রকাশ্যে অনেক দল বেশি আসনের দাবি তুললেও, পর্দার আড়ালে বেশ কয়েকটি ছোট শরিক মাত্র এক বা দুইটি আসন নিয়েই সমঝোতায় রাজি হতে চাইছে। বিএনপি নেতারা বলছেন, ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠনের আগে যারা রাজপথে একসঙ্গে আন্দোলন করেছে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তবে একই সঙ্গে দলের ভেতরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার প্রবণতা ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে।এদিকে গাজিপুর-৩ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চাওয়া এনামুল হক মোল্লাহকে অস্ত্র-সহ আটক করেছে যৌথ বাহিনী। বুধবার রাত আড়াইটে থেকে ভোর ৫টা পর্যন্ত শ্রীপুর উপজেলার বরকুল গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তাঁর ছয় সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরমী ইউনিয়ন ছাত্রদলের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং সৌদি আরবের মক্কা মিছফালাহ শাখা বিএনপির সভাপতি ছিলেন। বিএনপির মনোনয়ন না পেয়ে সম্প্রতি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা করেন। স্থানীয় সূত্র জানাচ্ছে, একাধিক মামলার কারণে ২০১৭ সালে এনামুল নাম পরিবর্তন করে সৌদি আরবে পাড়ি জমান।

Latest