Skip to content

ভোটের আগে রক্তাক্ত বাংলাদেশ, ঢাকায় গুলিতে খুন বিএনপি নেতা!

1 min read

ঢাকা, জাকির হোসেন: নির্বাচনের মুখে ফের রক্তাক্ত বাংলাদেশ। ঢাকার তেজতুরী বাজার এলাকায় গুলি করে খুন করা হল বিএনপির শাখা সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক নেতা: আবু সুফিয়ান মাসুদ। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় বাইকে চেপে এসে আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আজিজুর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার কিছুদিন আগেই যশোরে খুন হন আর এক বিএনপি নেতা আলমগির হোসেন। এক মাস পর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তার আগেই একের পর এক রাজনৈতিক হত্যায় উত্তাল বাংলাদেশ। বিশ্লেষকদের একাংশের দাবি, ভোট বানচাল করতেই পরিকল্পিত ভাবে নৈরাজ্য তৈরি করা হচ্ছে। খুনের খবর ছড়াতেই কারওয়ান বাজার এলাকায় শুরু হয় বিক্ষোভ ও অবরোধ। পরিস্থিতি সামাল দিতে সেনা নামাতে হয়। নির্বাচনের আগে রাজনৈতিক হিংসা বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে ঠেলে দেবে—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

Latest