Skip to content

হাসিনা-আসাদুজ্জামানকে ফেরাতে নয়া কূটনৈতিক তৎপরতা, ভারতকে চিঠির প্রস্তুতি নিচ্ছে ঢাকা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরাতে এবার আরও সক্রিয় হল ঢাকা। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার জানালেন, ভারতে আশ্রয় নেওয়া এই দুই সাজাপ্রাপ্তকে ফেরাতে কূটনৈতিক ও আইনি—দুই দিক দিয়েই উদ্যোগ জোরদার করা হচ্ছে। বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। সেখানে আসিফ নজরুল জানান, ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই চিঠিতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেবে ঢাকা। আইন উপদেষ্টা বলেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান—উভয়ের ক্ষেত্রেই একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাঁরা এখন সাজাপ্রাপ্ত। তাই তাঁদের ফেরানোর ক্ষেত্রে ভারতের দায় আরও বেশি।” বাংলাদেশ আরও বিবেচনা করছে, এই দুই অভিযুক্তকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ আদালতের শরণাপন্ন হওয়া যায় কি না। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গত সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনা ও আসাদুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়। এরপরই ঢাকার অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়ে জানায়, কোনও দেশ যদি এই দুই দণ্ডপ্রাপ্তকে আশ্রয় দেয়, তা হবে ‘অবন্ধুসুলভ আচরণ’। সেই সঙ্গে দুই দেশের প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ তুলে ভারতকে তাঁদের অবিলম্বে হস্তান্তরের অনুরোধ জানায় ঢাকা। ভারতের বিদেশ মন্ত্রক পাল্টা বিবৃতিতে জানায়, তারা রায়ের বিষয়টি সম্পর্কে অবগত এবং বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানায় ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বার্তা স্পষ্ট—মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের বিচার শেষ করতে চাই তারা, আর সেই পথে ভারতের সক্রিয় সহযোগিতা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

Latest