ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছয় টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আহ্বান জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় অনুমোদন দিতে এবং মানবাধিকার ও নিরাপত্তা খাতে বড় ধরনের সংস্কার চালাতে। এক যৌথ চিঠিতে সিভিকাস, হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, ফর্টিফাই রাইটস, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানালেও বলেছে, 'জবাবদিহি ও নিরাপত্তা কাঠামো সংস্কারে অগ্রগতি এখনও সীমিত।' চিঠিতে সংস্থাগুলি শেখ হাসিনার আমলে সংঘটিত গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার দায়ীদের বিচারের আওতায় আনার, র্যাব বাহিনী বিলুপ্ত করার এবং সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর ক্ষমতা সীমিত করার আহ্বান জানিয়েছে। তারা আরও দাবি করেছে— সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ২০২৫ ও ডেটা আইন সংশোধন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা, গুমকে অপরাধ হিসেবে চিহ্নিত করা, মৃত্যুদণ্ডের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা, জাতীয় মানবাধিকার কমিশন ও এনজিও বিষয়ক ব্যুরো সংস্কার ও রোহিঙ্গাদের জোরপূর্বক প্রত্যাবাসন থেকে রক্ষা করা।
ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভে আটক ৮: এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা মঙ্গলবার সকালে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করলে অন্তত ৮ জনকে আটক করে পুলিশ। কুর্মিটোলা, শনির আখড়া, ধানমন্ডি, আগারগাঁও, ওয়ারি ও তেজগাঁওসহ ১০টি স্থানে সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে এই মিছিল হয়। ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান জানান, 'কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে থেকে তিনজন এবং পরে আরও চারজনকে আটক করা হয়েছে।' তেজগাঁও থানার ওসি আসলাম হোসেন বলেন, 'আমাদের টিম মাঠে আছে। বিক্ষোভে অংশ নেওয়া অন্যদেরও শনাক্ত করা হচ্ছে।' স্থানীয়রা জানান, 'শতাধিক নেতা-কর্মী' মিছিল করে সরকারবিরোধী স্লোগান দেয়।
