নিজস্ব সংবাদদাতা, ঢাকা: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রেসক্লাব বরিশাল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বিপ্লবী সংবাদ দর্পণের বাংলাদেশ প্রতিনিধি জাকির হোসেন৷ তিনি আমিনুল ইসলাম খসরু ও এসএম জাকির হোসেন প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। কার্যকরী কমিটির মোট ১৭টি পদের প্রত্যেকটিতেই জয় পেয়েছে এই প্যানেল৷ গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করে প্রেসক্লাব নির্বাচন কমিশন। এর আগে বিকেল ৫টা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে রাত ৮টা নাগাদ শেষ হয়। পরে নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্তী ও নাসিমুল হকের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুর রহমান ভোটের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো প্রধান অধ্যাপক আমিনুল ইসলাম খসরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ২২ ভোট এবং আজকের প্রথম সকালের প্রকাশক-সম্পাদক কাজী আল মামুন ১৯ ভোট পেয়েছেন।এছাড়া সহ-সভাপতি পদে বিপ্লবী সংবাদ দর্পণের বাংলাদেশ প্রতিনিধি জাকির হোসেন ৬৩ ভোট ও টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের রিপোর্টার হুমায়ুন কবির ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের দুইজনের একমাত্র প্রতিদ্বন্দ্বী জিয়াউদ্দিন বাবু পেয়েছেন ১৯ ভোট।৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মতবাদের সম্পাদক ও প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজকের বার্তা'র সম্পাদক কাজী আবদুল্লাহ আল রাসেল পেয়েছেন ২২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলো'র ব্যুরো প্রধান এম. মোফাজ্জেল ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক সময়ের বার্তা'র প্রকাশক-সম্পাদক এম. লোকমান হোসাইন পেয়েছেন ২৭ ভোট।এদিকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কালবেলা'র বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সময়ের বার্তা'র সাগর বৈদ্য পেয়েছেন ২৮ ভোট। ক্রীড়া সম্পাদক পদে সাম্প্রতিক দেশকাল পত্রিকার খান রুবেল ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সময়ের বার্তা'র দেওয়ান মোহন পেয়েছেন ৩১ ভোট।
অপরদিকে কার্যনির্বাহী সদস্য পদে সাতজন নির্বাচিত'র মধ্যে সর্বোচ্চ ৭০ ভোট পেয়ে এম. জহির ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় কমল সেনগুপ্ত, ৫৮ ভোট পেয়ে তৃতীয় আব্দুর রাজ্জাক ভূইয়া এবং ৫৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন পুলক চ্যাটার্জি। এছাড়া সমকালের সুমন চৌধুরী ৫৬ ভোট পেয়েছেন৷ খবরের কাগজ-এর মঈনুল ইসলাম সবুজ ৫৪ ভোট ও টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের শাহিন হাসান ৫৮ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাছরাঙা টেলিভিশনের গিয়াস উদ্দিন সুমন ও জাগো নারী পত্রিকার সম্পাদক গোপাল সরকার দুজনেই ৫২ করে ভোট পেয়ে পরাজিত হয়েছেন। প্রসঙ্গত, এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলে এবং স্বতন্ত্র মিলিয়ে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে টেলিভিশন চ্যানেল একুশে টিভি'র সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক পদে বরিশালের আজকাল পত্রিকার কে এম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক যুগান্তরের নাছির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।