ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক “উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে” বলে জানিয়েছেন ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান।রবিবার করাচিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “এখন বাংলাদেশি নাগরিকরা মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের ভিসা পাচ্ছেন।” তিনি করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সমুদ্র ও আকাশপথ সংযোগ স্থাপনের আহ্বান জানান, যা দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়াবে বলে মন্তব্য করেন। তিনি স্বীকার করেন, “গত এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কটি ছিল উত্তেজনাপূর্ণ— বিশেষ করে ২০১০ সালে ঢাকায় ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর থেকে।” তবে খান বলেন, “এখন পরিস্থিতি বদলেছে।”বাংলাদেশি হাইকমিশনার জানান, দুই দেশ এখন ভারতের আকাশপথ এড়িয়ে সরাসরি ঢাকা-করাচি রুট চালুর বিষয়ে আলোচনা করছে। তাঁর মতে, “এতে বাণিজ্য, পর্যটন ও জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নত হবে।”প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের জেরে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। সেই পটভূমিতেই ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্কের উষ্ণতা বেড়েছে বলে কূটনৈতিক মহলের মত।
হাসিনা সরকারের পতনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ‘উল্লেখযোগ্যভাবে উন্নত,জানালেন ঢাকার দূত!